
নেত্রকোনা আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়ার ছেলেকে কুপিয়ে জখম করার হয়েছে।
জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বিলের ধারে ফেলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রাতে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান , “আমরা তারা মিয়ার সঙ্গে কথা বলেছি। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সকালে ঘটনাটি তদন্ত করা হবে।”
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
মন্তব্য করুন