রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

নওগাঁ পাবলিক প্রি-ক্যাডেট স্কুলে ফ্রি ডেন্টাল ক্যাম্প

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম

ওরাল হাইজিন বা মৌখিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁ পাবলিক প্রি-ক্যাডেট বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প সেবা দেয়া হয়েছে।

পেপসোডেন্ট এর আয়োজনে বুধবার (৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিদ্যালয়ের কক্ষে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাক্তার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্ব দুই সদস্যের একটি চিকিৎসকদল ডাক্তার নাঈফা জামান ও ডাক্তার অন্তরা এ সেবায় অংশ নেয়। এছাড়াও ক্যাম্পের তত্ত্বাবধায়ক মোঃ গোলাম কিবরিয়া ও পেপসোডেন্ট ক্যাম্পের স্বেচ্ছাসেবকার উপস্থিত ছিলেন। চিকিৎসা শেষে প্রত্যেককে একটি করে পেপসোডেন্ট বিনামূল্যে দেয়া হয়।

বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় দেড়শ শিক্ষার্থী ও আরো অন্তত ৫০ জন শিক্ষক ও অভিভাবকদের বিনামূল্যে ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া হয়। এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পকে অত্যন্ত প্রশংসনীয় বলে জানান সেবাগ্রহীতারা।

চিকিৎসকদের বক্তব্য, দাঁত নিয়ে মানুষের মাঝে আগের তুলনায় সচেতনা বৃদ্ধি পেয়েছে। দাঁতের গুরুত্ব সমস্যা না হওয়া পর্যন্ত মানুষ চিকিৎসকের স্মরণাপন্ন হয়না। তাই সামান্য সমস্যা দেখা দেয়া মাত্র চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেন; অন্যথায় রোগ বেশি হলে খরচও বেড়ে যেতে পারে জানান তারা।

এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম রাব্বানী, পরিচালক আকতারুজ্জামান, পরিচালক শহিদুল ইসলাম, পরিচালক মুকুট রানা, সহকারি শিক্ষক শাহানাজ পারভীন, সহকারি শিক্ষক রবিউল ইসলাম, সহকারি শিক্ষক মাহমুদা খাতুন ও সহকারি শিক্ষক সিদ্দিকা ফারজানা সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন