
মানিকগঞ্জ শহরের শুভ দাস নামে এক স্বর্ণকারকে ছুড়িকাঘাত করে ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে সংঘবদ্ধ ডাকাত চক্র।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে শহরের র্স্বণকার পট্টির অভি অলংকার দোকানে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতের ছুড়িকাঘাতে দোকানের মালিক শুভ দাস গুরুতর আহত হয়েছে। আহত শুভ শিবালয়ের মহাদেবপুর এলাকার কার্তিক দাসের ছেলে।
পুলিশ জানান, শনিবার রাত ১২টার দিকে দোকানের ভিতরে দোকানের মালিক শুভ দাস করছিল। এর কিছুক্ষণ পর মুখে মাস্ক পরে ডাকাতরা তার দোকানের সামনে আসে এবং ধারালো ছুড়ি দিয়ে আহত করে লকার ভেঙে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এরপর তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন