
ঢাকা-আখাউড়া-ঢাকা পথে চলাচলকারি তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে দুটি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা ট্রেনের বিচ্ছিন্ন বগির চাকাগুলো উদ্ধার করা হয়। এ অবস্থায় আখাউড়া-ঢাকা (৩৩ নম্বর আপ) ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া (৩৪ নম্বর ডাউন) পথে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
ঢাকা থেকে ৩৬ নম্বর ডাউন তিতাস কমিউটার ট্রেন আখাউড়ায় আসার পর সান্টিং করা হচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে ট্রেনটির দুটি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। আখাউড়া লোকেশেডে দায়িত্বরতরা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে। তবে বিভিন্ন সমস্যায় স্বাভাবিক উদ্ধার কাজ করা যাচ্ছিলো না। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।
শেষ পর্যন্ত ভোর পৌনে ৬টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়। তবে ভোর পাঁচটায় আখাউড়া থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির যাত্রা বাতিল করা হয়। একইসঙ্গে ঢাকা থেকে সাড়ে নয়টায় ছেড়ে আসা ট্রেনের যাত্রাও বাতিল করা হয়। বেলা সোয়া একটায় ট্রেনটি ৩৫ নং তিতাস কমিউটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি এমন জায়গায় দুর্ঘটনায় পড়ে যেখানে রিলিফ ট্রেন নিয়ে যাওয়ার মতো লাইন ছিল না। যে কারণে বিকল্প পদ্ধতিতে উদ্ধার করতে গিয়ে বেশ সময় লেগে যায়।
মন্তব্য করুন