
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। গতরাত আনুমানিক ৯টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিং চর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (০১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মানিকগঞ্জগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি যাত্রী মাহিম (২২)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আহতরা হলেন, হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ডেগিরচর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে রত্না (২৩) এবং সদর উপজেলার ছোট ভাকুর গ্রামের সাইজুদ্দীনের ছেলে সিএনজি চালক রুপচান (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক ও এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন