রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পাবনায় ট্রেন যাত্রী-স্থানীয়দের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর স্টেশনে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার এ ঘটনায় দুই যুবক এবং ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকালে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের কাজ চলায় রাতের সময়ে একতা এক্সপ্রেস শরৎনগর স্টেশনে থামানো হয়। কিন্তু ট্রেন ছাড়তে দেরি হওয়ায় কিছু যাত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন।

প্রথমে তারা স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা চালান। পরে আরও যাত্রীরা ঝামেলা শুরু করলে স্থানীয়রা বাধা দেন। এতে ক্ষিপ্ত যাত্রীরা গ্রামবাসীর ওপর চড়াও হন। নজরুল ইসলাম নামে এক স্থানীয় ব্যক্তি মসজিদে আশ্রয় নেওয়ার পরও যাত্রীরা হামলা চালান।

পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে মসজিদের মাইক ব্যবহার করে গ্রামের মানুষকে সতর্ক করা হয়। মুহূর্তেই শত শত মানুষ একত্র হয়ে যাত্রীদের প্রতিহত করলে তারা পিছু হটে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় দুই যুবক কামরুল হাসান রিফাত ও আকাশ আহত হন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং ট্রেনকে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ঘটনার বিষয়ে তদন্ত করছি। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন