
মাগুরা শহরের ভায়না মোড়ে এলাকায় বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠনের ব্যানার অপসারণ করা হয়েছে। আজ বেলা ৩-৩০ টায় মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খানের উপস্থিতিতে দক্ষিণ পশ্চিম বঙ্গের প্রবেশদ্বার খ্যাত মাগুরা শহরের ভায়না মোড়ে থাকা সকল ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।
শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা ভায়না মোড়ে ব্যানার ফেস্টুন থাকায় ট্রাফিক পুলিশের পক্ষে রাস্তা দেখা ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছিলো। ব্যানার পোস্টার অপসারণ করায় জেলা পুলিশের পক্ষ থেকে মাগুরা জেলা বিএনপিকে ধন্যবাদ দেওয়া হয়।
মন্তব্য করুন