
চুয়াডাঙ্গায় এক প্রতিষ্ঠানকে ভেজাল সার বিক্রয় ও মজুদ করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় সার, বীজ ও কীটনাশক দোকান তদারকির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারে উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন ঔষধ, বীজ, সার বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভেজাল সার বিক্রয় ও মজুদ করার দায়ে কামরুল হাসান মালিকানাধীন মেসার্স কামরুল ট্রেডার্স কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উল্লেখ্য, এক মাস আগে ওই প্রতিষ্ঠানের গুদাম থেকে ৮ বস্তা বাংলা টিএসপি সার সন্দেহভাজন হিসেবে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষায় এগুলো ভেজাল সার বলে প্রমাণিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
মন্তব্য করুন