রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টার মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ এএম

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর লাশ গাজীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আক্কাস আলী (৪৭) মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ঢালীর ১৫-২০ দিন আগে ওই ফ্ল্যাটে উঠেন। ব্যবসায়িক লোকসান এবং ঋণগ্রস্ত হয়ে তিনি অর্থ সংকটে ছিলেন। আর্থিক সংকটে হতাশাগ্রস্ত ছিলেন।

প্রায় সময় পরিবারে লোকজনের সঙ্গে তার ঝগড়া বিবাদ হতো। ইতোপূর্বে তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার সকাল সাড়ে ১০টার থেকে দুপুর পৌনে ৩টার মধ্যে কোনো এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করেছেন পুলিশ।

গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, স্থানীয় লোকজন থেকে ৯৯৯ নম্বরের ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন