রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

চলন্ত ট্রেনে সন্তান প্রসব, মা ও নবজাতক দুজনেই সুস্থ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম

চুয়াডাঙ্গা থেকে যশোরগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সন্তান প্রসব করেছেন রেশমা খাতুন (২৭) নামে এক নারী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাবার বাড়ি যশোর শহরের শংকরপুরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রেশমা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী এবং যশোর শংকরপুর টার্মিনাল এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে। এর আগে তাদের দুটি ছেলে সন্তান ছিল। নতুন সন্তানের জন্মের পর এখন তিন সন্তানের জননী হলেন রেশমা।

রেশমা জানান, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান প্রসবের উদ্দেশ্যে শুক্রবার সকালে মা মনোয়ারা খাতুনকে সঙ্গে নিয়ে ট্রেনে চুয়াডাঙ্গা থেকে যশোরে আসছিলেন। দর্শনা স্টেশন পার হওয়ার পরই তার প্রসব বেদনা শুরু হয় এবং চলন্ত ট্রেনেই তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।

খবর আগেই যশোর রেলওয়ে স্টেশনে পৌঁছালে সেখানে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা নবজাতক ও প্রসূতিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, নবজাতকের নাড়ি অক্ষত অবস্থায় মা-সন্তানকে হাসপাতালে আনা হয়। পরে সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার শিশুর নাড়ি কেটে দেন।

গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাবেয়া খাতুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রেশমাকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন