রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

সহিংসতা অব্যাহত থাকলে শান্তিপূর্ণ নির্বাচন কঠিন হবে: শারমিন এস মোর্শেদ 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:২২ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১:২৩ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বলেছেন, “নির্বাচন সবাই চায়, আমরাও চাই। কিন্তু এই সহিংসতা যদি চলতে থাকে। তাহলে নির্বাচন করা কঠিন পর্যায়ে চলে যাবে। আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং।

আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সকলের কাছে অনুরোধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নবীনগর উপজেলার শ্যামগ্রাম নাসিরাবাদ এলাকায় মেঘনা নদী পরিদর্শন ও স্থানীয় সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মঞ্জুরুল ইসলাম, নবীনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এর আগে দুপুর ১২টায় উপদেষ্টা শারমিন এস মোর্শেদ নিজ পৈত্রিক বাসায় পৌঁছালে পুলিশ গার্ড অব অনার প্রদান করে। মতবিনিময় শেষে বিকালে তিনি মেঘনা নদী পরিদর্শন করেন এবং পরে মতবিনিময় সভায় যোগ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
কিশোরগঞ্জে ফুটপাত দখল করে দোকান-স্থাপনা, নীরব প্রশাসন
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নাটোরে স্কাউটসের পাঁচদিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন