
ফেনী জেলায় বন্যাদূর্গতদের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ফেনী জেলাধীন ফুলগাজী উপজেলার ১নং ফুলগাজী ইউনিয়নের অন্তর্গত আলহাজ্ব মাষ্টার নুরুল হক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় কুমিল্লা সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, পিবিজিএম এর উপস্থিতিতে বিজিবি কর্তৃক প্রায় ১৫০০ জন বন্যা কবলিত স্থানীয় আশেপাশের গ্রামের জনসাধারণকে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
এছাড়াও উক্ত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার সময় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, কুমিল্লা সেক্টরের সেক্টর মেডিকেল অফিসার, মেজর ফাতেহা নাজনীন, মেডিসিন বিশেষজ্ঞ, ফেনী ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, মেডিকেল অফিসার, ডাক্তার সাদ বিন ইসলাম, মেডিকেল টিম ফেনী ব্যাটালিয়ন, গুথুমা বিওপি কমান্ডারসহ অন্যান্য বিজিবি সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন