শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

অস্ত্রসহ আটক স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এনামুল মোল্লাহ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

গাজীপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লাহকে (৪৮) অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। একই সঙ্গে তার ছয় সহযোগীকেও আটক করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত শ্রীপুর উপজেলার বরকুল গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কা বিএনপির সভাপতি পরিচয়ে চলছিলেন। সম্প্রতি গাজীপুর-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তবে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এনামুল হক মোল্লা বিএনপির কেউ নন।

কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘এনামুল হক মোল্লা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে দল থেকে বহু আগেই বহিষ্কার করা হয়েছিল। সরকার পতনের পর তিনি বিভিন্ন সন্ত্রাসীদের সঙ্গে প্রকাশ্যে আসেন। তার দায় বিএনপি নেবে না।’

অন্যদিকে, বিষয়টিকে ‘পরিকল্পিত ফাঁদ’ বলছেন এনামুল হক মোল্লার স্বজনরা।

এনামুল হক মোল্লার ছোট ভাই মাজহারুল ইসলাম মোল্লা বলেন, ‘বিরোধীদের যোগসাজশে বাইরে থেকে অস্ত্র এনে আমাদের ফাঁসানো হয়েছে। অভিযানের সময় সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে।’

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবশেষে খুলে দেওয়া হলো রেলওয়ে আন্ডারপাস 
অবশেষে খুলে দেওয়া হলো রেলওয়ে আন্ডারপাস 
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
মিশরের উদ্দেশে এনসিপি নেতা সারজিস
কলমাকান্দায় জুম্মার নামাজ আদায়রত ইন্তেকাল ঘটে বিএনপি নেতার
কলমাকান্দায় জুম্মার নামাজ আদায়রত ইন্তেকাল ঘটে বিএনপি নেতার
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির র‍্যালি
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির র‍্যালি