রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

বহু প্রতীক্ষিত ‘ওয়াচ হিস্ট্রি’ ফিচার এসেছে ইনস্টাগ্রামে, থাকছে বাড়তি সুবিধা!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম

ইনস্টাগ্রাম অবশেষে চালু করেছে বহু প্রতীক্ষিত ‘ওয়াচ হিস্ট্রি’ ফিচার। পূর্বে যা সমস্ত রিলস ভিডিও দেখা হয়েছিল, তার একটা তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা। এই নতুন সুবিধার মাধ্যমে চাইলে পুরনো ভিডিও আবার দেখতে বা পাঠাতে পারবেন। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এই ফিচারটির দাবি জানিয়ে আসছিলেন।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, অনেক ব্যবহারকারী আগে দেখা কোনো রিলস আবার খুঁজে পেতে সমস্যায় পড়তেন। তাই এই নতুন ফিচারটি তৈরি করা হয়েছে যেন তারা হারিয়ে ফেলা বা সেভ না করা রিলস সহজে খুঁজে পান।

যেভাবে এই অপশনটি পাবেন

প্রোফাই থেকে সেটিংসে গিয়ে ‘ইয়োর এক্টিভিটি’ অপশনে গেলেই পেয়ে যাবেন ওয়াচ হিস্ট্রি

এখানে আগে দেখা সব রিলসের তালিকা দেখা যাবে।

থাকছে অতিরিক্ত নিয়ন্ত্রণ সুবিধাও!

শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, ইনস্টাগ্রামের ওয়াচ হিস্ট্রি টুলে রয়েছে অতিরিক্ত কিছু নিয়ন্ত্রণ সুবিধা। ব্যবহারকারীরা চাইলে দেখা ভিডিওগুলো তারিখ অনুযায়ী (যেমন গত সপ্তাহ, মাস বা নির্দিষ্ট সময়সীমা) ফিল্টার করতে পারবেন। এছাড়া ইতিহাস থেকে নির্দিষ্ট রিলস মুছে ফেলাও সম্ভব।

এছাড়াও রয়েছে সাজানোর বিকল্প। দেখা ভিডিওগুলোকে সময়ক্রম, উল্টো সময়ক্রম বা নির্দিষ্ট ক্রিয়েটর অনুযায়ী সাজিয়ে দেখা যাবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, ‘ওয়াচ হিস্ট্রি’ ফিচারটি তাদের অন্যতম সবচেয়ে বেশি অনুরোধকৃত আপডেট, যা ব্যবহারকারীদের জন্য রিলস খোঁজার প্রক্রিয়াকে আরও সহজ, সুশৃঙ্খল ও সময়সাশ্রয়ী করে তুলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বর্ষসেরা শব্দ ‘ভাইব কোডিং’ আসলে কী
বর্ষসেরা শব্দ ‘ভাইব কোডিং’ আসলে কী
ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে গুনতে হবে জরিমানা
ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে গুনতে হবে জরিমানা
বাংলাদেশের আকাশেও দেখা যাবে উল্কাবৃষ্টি ! কবে?
বাংলাদেশের আকাশেও দেখা যাবে উল্কাবৃষ্টি ! কবে?
আজ দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আজ দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন