
চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিনমাসে বিশ্বব্যাপী ১৮৯ মিলিয়নেরও বেশি (প্রায় ১৯ কোটি) ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়, অপসারণ করা কনটেন্টের মধ্যে ৯৯ শতাংশেরও বেশি ভিডিও ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে সরানো হয়। এছাড়া, সরানো ভিডিওগুলোর ৯০ শতাংশেরও বেশি কোনো রকম ভিউ হওয়ার আগেই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়।
অপসারণ করা কনটেন্টের ৮০ দশমিক ৬ শতাংশই গড়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়। প্ল্যাটফর্মটি কনটেন্ট অপসারণের উল্লেখযোগ্য কিছু কারণ উল্লেখ করেছে। যেখানে শীর্ষে রয়েছে সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক থিম (৩০ দশমিক ৬ শতাংশ) এবং নিয়ন্ত্রিত পণ্য ও বাণিজ্যিক কার্যকলাপ (৩০ দশমিক ৫ শতাংশ)।
ভিডিওর পাশাপাশি এই সময়ের মধ্যে টিকটক বিশ্বব্যাপী ৩৬ মিলিয়ন লাইভ স্ট্রিম অপসারণ করেছে, যা আগের সময়ের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি। পাশাপাশি বিজ্ঞাপন নীতি লঙ্ঘনের জন্য এপ্রিল থেকে জুন মাসে ৮ মিলিয়নেরও বেশি বিজ্ঞাপনও সরিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন