
হঠাৎ হোয়াটসঅ্যাপে ভিন্ন ভাষায় মেসেজ এসেছে; কিছুতেই বুঝতে পারছেন না কী বলতে চেয়েছে অপর পাশের ব্যক্তি। অথবা ধরুন প্রিয়জন খটমট ইংরেজিতে তার মনের কথা আপনাকে জানিয়েছে।
এবার অ্যাপই মুহূর্তে করে দেবে অনুবাদ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালু করেছে, যেখানে যেকোনো ভাষার মেসেজ সহজেই অনুবাদ করা যাবে। ব্যবহারকারীদের আর আলাদা করে কোনো ট্রান্সলেটর অ্যাপ ব্যবহার করতে হবে না। নতুন এক ফিচার নিয়ে হাজির হয়েছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ।
আসুন জেনে নেই কি করতে হবে-
যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘Translate’ অপশন। তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটাতে ক্লিক করলেই হয়ে অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ!
প্রসঙ্গত, বর্তমানে সোশাল মিডিয়ায় এই যুগে কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই এই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা এবং প্রায়ই নতুন নতুন ফিচার উপহার পান ব্যবহারকারীরা।
মন্তব্য করুন