শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

জুলাই হামলায় ঢাবি ৪০৩ ছাত্রলীগ নেতাকে কেন স্থায়ী বহিষ্কার নয়-জানতে নোটিশ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর বেআইনি ও সহিংস ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪০৩ নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীকালে গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ঘটনাটির অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির দ্বিতীয় সভায় অতিরিক্ত আরও শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, যার ফলে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় ৪০৩ জন।

নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না; তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে- বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, অভিযুক্তদের মধ্যে যাদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় শেষ হয়েছে, তাদের সনদ বাতিলের জন্য আমরা আবেদন করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু
টেকনাফে  কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
টেকনাফে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
মুরুব্বিকে নিয়ে সর্ব মিত্রের যে ট্রল ভিডিও আলোচনার মুখে
মুরুব্বিকে নিয়ে সর্ব মিত্রের যে ট্রল ভিডিও আলোচনার মুখে