রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম

ঢাকায় শীতের আমেজ এখন বেশ স্পষ্ট। কমেছে দিন-রাতের তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল থেকেই ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনো আভাস নেই। দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, এই সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রায় শুষ্কই থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাদিক কায়েম দাঁড়ালে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে: হাদি
সাদিক কায়েম দাঁড়ালে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হবে: হাদি
কয়েকটি আসনের লোভে জোট নয়, দেশের স্বার্থেই ঐক্য
নবীনগরে জনসভায় নুরুল হক নূর / কয়েকটি আসনের লোভে জোট নয়, দেশের স্বার্থেই ঐক্য
“নেতৃত্বের অযোগ্যতার কারণে উত্তবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি”
“নেতৃত্বের অযোগ্যতার কারণে উত্তবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি”
যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
সব প্রস্তুত হচ্ছে / যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু